কৈশোর ও যৌবনে
স্মরণশক্তি তীক্ষ্ণ অতি
দূর্বল তখন অনুধাবনে
পক্ষান্তরে বয়স বৃদ্ধিতে
বৈপরীত্য এক্ষেত্রে ---
পরিস্থিতি প্রতীয়মান
ব্যাপক পরিবর্তনে।
যৌবনে আধিক্য চপলতা-চঞ্চলতা
বয়সে বৃদ্ধি ধৈর্য্য-সহ্য-স্থিরতা।
জীবনে বাসনা বা সাধ জাগে যবে
সাধ্যের অভাব রবে
মানসিক যাতনা আর হৃদয় অতৃপ্ত
সাধ্য অর্জিত হলে সাধ হয় প্রশমিত।