মনের সাথে যুদ্ধ করে
হলে পরাজয়
চোখে তখন ঝর্ণা ঝরে
কান্না তারে কয়।
জীবন সংগ্রামে জয়ী হলে
কৃতিত্ব নিতে উচ্চকিত হয়
যা কিছু অর্জিত আপন মহিমায়
অন্যের ঘাড়ে দোষ চাপানো
ব্যর্থতার দায়।
জ্ঞানী গুণী ঋদ্ধিমান ব্যক্তির সান্নিধ্য
করেছে আমায় ধন্য
পক্ষান্তরে অসৎ ব্যক্তির সাহচর্যে
হয়েছি বিভ্রান্ত ও বন্য
দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা
ছিল অতি নগণ্য
ফলশ্রুতিতে ব্যর্থতায় পর্যবসিত
হতে অনন্য কিংবা বরেণ্য
নাই অনুশোচনা অনুতাপ আক্ষেপ
অসফল জীবনের জন্য।