ঋতুরাজ বসন্ত আর
বর্ষণমুখর বর্ষাকাল
কবি-সাহিত্যিকের লেখনী
এসময়ে সক্রিয় চিরকাল
দরিদ্র মানুষের গ্রীষ্মের দাবদাহ
ঘটায় জঞ্জাল।
গায়ের বধুর কাজ না থাকলে
হরেক পদের খই ভাজা
কখনো কখনো ঘামাচি গালা
পাকা চুল উকুন বাছা
সেই সাথে পরচর্চা-পরনিন্দায়
পায় ভারী মজা।
গড়িবার কালে যার
ইস্পাত হয় চুরি
বালি ঘষ্লে ধার হবে কি
লোহার তৈরি ছুরি।