নির্জনতা ও অখন্ড অবসর,
জ্ঞানের উন্মেষ এবং ভাবের আবির্ভাব
    তাই খাতা-কলম নিত্য সহচর।

         মাত্রাতিরিক্ত টাকা
বৃদ্ধি পায় অহংকার অহমিকা।

                     কথাবার্তার ধরনধারণ
                   নির্ণীত হয় প্রকৃত আচরণ।

        যুক্তি-তর্ক উপস্থাপন
     জ্ঞানের গভীরতা নিরূপণ।

        ভাবভঙ্গি চালচলন
প্রতীয়মান আভিজাত্য অবস্থান।

  পোশাক-পরিচ্ছদ পাদুকা
অভিরুচি ও মর্যাদা নির্দেশিকা

             পছন্দ কেমন
ভাবনাচিন্তা যেমন, প্রয়োগ তেমন।

   শারীরিক স্পর্শ
আন্তরিকতা হর্ষ-বিমর্ষ।