পড়ো যদি খালে বিলে
কিংবা গভীর নদীর জলে
হাত ধরে কেউ নেবেনা তুলে
নিজেই উঠবে সাঁতরে কূলে
তাই সাঁতার শিখবে সময়কালে
নইলে প্রচেষ্টা সব বিফলে।
পরাশ্রয়ে নিশ্চিন্ত হয়ে
যায়নি থাকা কোনো কালে
শক্ত করে বাঁধবে বাসা
নিজের বাহুবলে।
কোনো কোনো ক্ষেত্রে
ঔদাসীন্য পরিলক্ষিত হলে
পরিণামে দগ্ধীভূত
অনুশোচনার অনলে।