সাদা রঙ --
সন্ধি আর শান্তির সুবাতাস
সততা-স্বচ্ছতা ও পবিত্রতার আভাস।
নীল রঙ --
বেদনার সুতীব্র বহিঃপ্রকাশ
এরই মাঝে সাগরের বিশালতা
সুউচ্চে সুনীল আকাশ।
সবুজ রঙ--
তারুণ্যের সার্থক প্রয়াস
পত্রপুষ্পে পল্লবিত সজীবতার সুবাস।
কালো রঙ--
কষ্ট দুঃখ শোকের প্রকাশ
সংকটে আবর্তিত হতাশ-নিরাশ।
লাল রঙের উজ্জ্বলতায় উদীয়মান সূর্য
আর বিপদের আভাস
সেই সাথে নবদিগন্তের আবেগ-উচ্ছ্বাস।
হলুদ রঙ--
ইঙ্গিত করে শুভ কোনো কর্মের আশ্বাস,
হলুদ সাংবাদিকতা আবার ঘটায় সর্বনাশ।
রঙিন প্রজাপতি--
রঙের গৌরব অতি
বর্ণিল রঙের ছটা নয়নের তৃপ্তি।
রঙবেরঙের ফুলের সৌরভ
সর্বত্র আমোদিত
উজ্জীবিত উৎফুল্ল হয় চিত্ত
তৃষাতুর অন্তর হয় কিঞ্চিত সিক্ত।