বাড়ির শোভা বাগ বাগিচা
ঘরের শোভা ডোয়া
গাছের শোভা ফল-ফুল
নদীর শোভা খেয়া
সময়মতো নেতারা চায়
জনগণের দোয়া
জনগণের ভাগ্য নিয়ে
খেলছে কতোই জুয়া
পার হলেই পাটনি শালা
উবে যায় মায়া
লক্ষ্য এদের অন্যতম
চেটেপুটে খাওয়া
অনেকের কাছে টাকা-কড়ি
ছেলের হাতের মোয়া
ধর্মের নামে তাবিজ-কবজ
আখের গুছিয়ে নেয়া
বিপদ-আপদে নাস্তিকও মাগে
সৃষ্টিকর্তার দয়া
চটকদার বিজ্ঞাপনের
অধিকাংশই ভুয়া
ডাক্তার অপেক্ষা অভিজ্ঞ বেশি
নার্স আর আয়া
অলস ব্যক্তির মূখ্য কর্ম
খাওয়া এবং শোয়া।