বসন্তের নব আগমন
টইটম্বুর উচ্ছ্বল যৌবন
তরুলতার কুঞ্জ বীথিকার
পত্রপল্লবে মঞ্জরিত শাখে
পুষ্পহিন্দোল নানা ছবি আঁকে।
ভ্রমরের গুঞ্জন
প্রজাপতির বিচরণ
পাখির কলরব
কোকিলের কুহুতান
হৃদয়ে চাঞ্চল্য জাগে
রক্তে পুলকিত শিহরণ
মলয় পবনে মন উচাটন
সুবাসিত মৃদু সমীরণ
দখিনা দুয়ারে প্রেমের আবাহন।
নয়নে রঙিন নেশা
বাসনা বিলাসে জাগরূক আশা
চঞ্চল হিয়া যেন যায় উড়ে যায়
ঐ দূর নীলিমায়
ফুলেল উচ্ছ্বাসে
উৎফুল্ল হাস্যরসে
আনন্দ অফুরান
তাই গেয়ে যাই-- জীবনের জয়গান।