D
রঙ্গ করতে অর্ধ উলঙ্গ
পঙ্গপালের মতো নেয় সঙ্গ
কারো প্রাপ্তি অনুষঙ্গ
আবার অনেকেরই স্বপ্নভঙ্গ।
রঙবেরঙের কতো বিহঙ্গ
কখনো সঙ্গী বিষাক্ত পতঙ্গ
কখনো ছোবলে উদ্যত ভূজঙ্গ
পরিণামে জীবন সাঙ্গ।
নষ্টা আর ভ্রষ্টা
নিজেকে ভেবে শর্মিষ্ঠা
তেষ্টা মেটাতে অপচেষ্টা
কারো কারো উপার্জনের প্রচেষ্টা
কারো ভাগ্য সুপ্রসন্ন
কারো ভাগ্যে বিষ্ঠা
অনেকেরই অন্ধকারাচ্ছন্ন শেষটা।
ভক্তিভরে কতো ভক্ত
নির্দ্বিধায় অনুরক্ত
প্রবলভাবে স্নেহাসক্ত
ঢেলে দেয় বুকের রক্ত,
কেউ তিক্ত কথায় অশ্রুসিক্ত
কেউ নেকনজরে তক্তপোষে
শক্ত হয়ে উল্লসিত।