রাজনীতিতে আসক্তি নাই
নাই মাথাব্যথা
এই বিষয়ে তাইতো আমি
বলিনা কোনো কথা
সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী
প্রাধান্য পায় হেথা
ত্যাগী ও আদর্শিক যারা
সংখ্যায় নগণ্য সেথা
দেশ ও দশের কল্যাণ মূখ্য
স্বচ্ছ রাজনীতি যেথা
সক্রিয় অংশগ্রহণ ছাড়াও
সম্পৃক্ততা থাকে তথা।