পুষ্পের অপরূপ সৌন্দর্য
আর সুমধুর ঘ্রাণে
চক্ষু জুড়িয়ে যায় আপ্লুত প্রাণে।
রঙ বেরঙের ফুলে
মৌমাছি দলে দলে
মধু সংগ্রহের তালে
বিচরণ আপন মনে।
মনোরম শোভাবর্ধনে
পুষ্প গুচ্ছ গৃহকোণে
স্মৃতিসৌধ কিংবা বর-কনে
প্রয়োজন মাল্যদানে
অধিক গুরুত্বপূর্ণ উৎসব-অনুষ্ঠানে।