সময়ের বিবর্তনে
জীবন-জীবিকার প্রয়োজনে
ভিন্ন ভিন্ন দেশে বিভিন্ন স্থানে
মানুষ-মানুষে ব্যবধানে
বৈষম্যের ব্যাপকতা দুঃখ হানে
ত্যাগ-তিতিক্ষা বিরস বদনে।
যৌবনের মৌবনে
শিহরণ তনুমনে
আবেগ উচ্ছ্বাস ক্ষণে ক্ষণে
সুপ্ত ইচ্ছে জাগে প্রাণে
নির্লিপ্ততা শাসনে বারণে।