স্রোতস্বিনী তটিনীর কুলুকুলু কলতান
যেন হৃদয়ের ছন্দময় গান
কখনো কূলভাঙ্গা উন্মত্ততার অশান্ত গর্জন
আপন সত্তায় মহিমান্বিত
স্রষ্টার এক সবিশেষ অবদান।
দুকূলে সংযোগ স্থাপনকারী সৃষ্ট সেতুবন্ধন
যাকিনা আমাদের জন্যে বিরল অর্জন।
তোমার বুক চিরে করিনি অপমান
বরং উত্তরীয় পরিয়ে
তোমাকে দিয়েছি যথাযোগ্য সম্মান
এদেশের উপকৃত জনগণ
রাখবে আজীবন স্মরণ।
২৩-৬-২০২২ ইং
---------------