সামনে এলে অপরিচিত পুরুষ
কিংবা শ্বশুর-ভাসুর
গ্রাম্যবধুর মুখে কাপড়
পরোক্ষভাবে এক ধরণের
আদিকাল থেকেই মাস্ক ব্যবহার।
শহর ছেড়ে গ্রাম
সঙ্গনিরোধ তার নাম
গ্রামের বাড়িতে অবস্থান
সংগতি থাকলে সমাধান
কিন্তু ফুটপাত যাদের বাসস্থান
তাদের জন্য নাই বিধান।
রবির কিরণ বায়ূ বহমান
মেঘমালা হতে সুশীতল বরিষণ
আলেম-জালেম পাপী-তাপী
কিংবা পূণ্যবান
সকলেই সুফল পায়সূযোগ সমান।
নাস্তিক কিংবা ধর্মবিদ্বেষী যারা --
ঔষধে সুফল পেতে কিঞ্চিত ব্যর্থতায়
তাদেরও ভরসা এখন স্রষ্টার দয়ায়।
কৃতকর্মের ফলশ্রুতিতে
গজব-আজাব নাকি স্রষ্টারই দেয়া
তাই কারো কাছেই উচিত নয়
চাওয়া কোনো দোয়া
সরাসরি তারই কাছে কাম্য হোক দয়া।
মানুষের চেষ্টার শেষ যেখানে
স্রষ্টার রহমত শুরু সেখানে
গর্বিত দাম্ভিকেরা তা পাবে কেমনে।