আদালতে কাঠগড়াতে
সত্য কথা বলতে,ধর্মগ্রন্থ নিয়ে হাতে
হয়যে শপথ নিতে
বাদী বিবাদী স্বাক্ষীরা সবাই
বাধ্য যে তাতে
পরোক্ষভাবে ধর্মগ্রন্থের প্রতি
অবজ্ঞা-অসম্মান করা হয় কি এতে।
রাষ্ট্রের প্রণীত আইন মতে
স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে
যথোপযুক্ত তদন্তে
বিচারের রায় হয় সেমতে।
আদালতের প্রকারভেদে
ভিন্ন ভিন্ন বিচারক
রায়ের ক্ষেত্রে পার্থক্য ব্যাপক
বিচারের রায় নয় কেন এক।
ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্রে
বিভিন্ন ধরনের সুর
সমন্বিত সুরের মূর্ছনায়
সঙ্গীত হয় সুমধুর
কৃতিত্ব পেতে পারে
উত্তম যন্ত্র আর দক্ষ কারিগর।