শিক্ষকের প্রশ্নোত্তরে --বলেছিনু গর্বভরে,
কৃতজ্ঞতা জানাই আমি তারে
সফল হয়েছেন যিনি পাদুকা আবিস্কারে।
যেভাবে জুতোর তলা ক্ষয়প্রাপ্ত হয়
এতোদিনে পা থেকে কোমর অবধি
হয়ে যেতো পুরোপুরি ক্ষয়।
ক্যামেরার প্রতি শ্রদ্ধা অতি
থাকবে আজীবন
অগোচরে রয়েই যেত
দেশ ও দশের জন্য উৎসর্গীকৃত
নেতানেত্রীর মহান অবদান,
ক্যামেরার বদান্যতায় প্রকাশিত হয়
প্রচারসর্বস্ব দান অনুদান।
ছাত্র জীবনে গরুর রচনা লিখনে
প্রায় সকলেই কমবেশী অভ্যস্ত,
মানুষ চিনতে তাই অনেকেই
ভুল করে এতো।
জ্ঞানী গুণী ভাবি যারে
অনেক সময় দেখি তারে
একই গানে কতো সুরে
বাদ্য ছাড়াই গাইতে পারে
রঙবেরঙের মুখোশ পরে
জনগণকে আকৃষ্ট করে।
কোনো কোনো দেশে
জনপ্রতিনিধিগণ মহাভাগ্যবান
প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহাবিপর্যয়ে
অভ্যন্তরেই সংগৃহীত হয় দান অনুদান
তদুপরি পর্যাপ্ত পরিমাণ
প্রাপ্তি আন্তর্জাতিক ত্রাণ।