অতি সন্তর্পণে তিলে তিলে
হৃদয়ের গভীরে এলে
প্রেমের জলে সিক্ত হলে
গভীর আবেগে বসন ভিজালে
প্রজাপতির মতো পাখনা মেলে
মৃতপ্রায় শাখে যেনো ফুল ফোটালে
হৃদয়ে উচ্ছ্বাসের প্রদীপ জ্বেলে
সুরভিত ফুলে ফুলে
ভালোবাসার মালাখানি পরালে গলে।
ঝলমলে আলোময় বসন্তকালে
জানিনা কোন্ ছলে
অস্পষ্ট ছায়ামূর্তি হয়ে
চলে গেলে চোখের আড়ালে
যেজন সদা ভেসে চলে
অতি স্বচ্ছ জলে
নিমজ্জিত থাকা অনুচিত
কভু পঙ্কিল সলিলে।
আমাকে বেঁধেছিলে
কোন্ অদৃশ্য মায়াজালে
কী কারণে ক্রমে ক্রমে দূরত্ব বাড়ালে
অভিমান ভুলে হাত বাড়িয়ে দিলে
ডুবে যেতে নাহি দিব সাগরের অতলে।