দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন
শিরা-উপশিরা নিয়ন্ত্রণ
তথা দৈহিক সমুদয় কর্মকান্ড পরিচালন
মস্তিষ্ক করে মূখ্য ভূমিকা পালন।
তেমনি রাষ্ট্রীয় সকল অর্গানাইজেশন
ব্যবস্থাপন ও পরিচালন
পর্যবেক্ষণ ও মূল্যায়ন
সরকারের উপর ন্যস্ত করেছে সংবিধান।
আইনের শাসন নিশ্চিতকরণ
যাবতীয় বিধি-বিধান
যথাযথ প্রতিপালন
নিরপেক্ষভাবে সর্বক্ষেত্রে সমান।
কভু কাম্য নয় বিমাতাসুলভ আচরণ
কিংবা অনৈতিক আজ্ঞাবহ প্রশাসন
ফলশ্রুতিতে বিপর্যস্ত জনজীবন।