১ম ব্যক্তি :--
---------
তালাচাবির বিশেষজ্ঞ আমি
প্রশিক্ষণ নিলাম বিদেশে
তালা খুলতে পারি কিনা অতি অনায়াসে
পরীক্ষার জন্য গভীর রাতে মার্কেটে এসে
দোকানের তালা খুলতেই ধরলো পুলিশে।
২য় ব্যক্তি : --
------------
মেটাতে গিন্নীর আবদার
করতেই হবে ঈদের বাজার
রাতদুপুরে বন্ধ থাকায়
নিজেই খুলেছি তাই
বন্ধ দোকানটার শাটার
গিন্নীটার পছন্দ না হওয়ায়
শাড়ি অলংকার
পাল্টানোর জন্য তাই এসেছি
এক দোকানেই দ্বিতীয়বার
ঠিক তখনই ধরলো আমায়
বদমাইশ পাহারাদার।
৩য় ব্যক্তি : --
--------------
দড়ি কেনা এতই জরুরী
অথচ ছিলোনা টাকা কড়ি
কী যে করি ভেবে মরি
করতে থাকি ঘোরাঘুরি।
পথের ধারে দেখতে পেলাম
এক গোছা দড়ি
রশি পেয়ে উল্লসিত মনে
ফিরছিলাম বাড়ি
রশিটার অপর প্রান্তে
গোরু একটা বাঁধা ছিল
বুঝতে নাহি পারি
গোরুচোর ভেবে আমায় এনেছে তাই ধরি।