পদ্মার এই কূলে পড়ন্ত বিকেলে
                               মৃদুমন্দ বায়ু বয়
সূর্যের রক্তিম আভা অপরূপ শোভা
                         নদীটাকে রাঙিয়ে যায়
কতো মৎস্যশিকারী তীরে সারি সারি
                            অপলকে চেয়ে রয়
নদীর বুক চিরে ধীরে ধীরে
                           অবিরাম নৌকা ধায়
রাত নেমে আসে চাঁদ ওঠে হেসে
                            স্বচ্ছ জোছনা ছড়ায়
ছোট্ট ছোট্ট ঢেউ দেখেছো কি কেউ
                            কেমন চকচকে হয়
কোন্ অজানায় মনটা হারায়
                     নৈসর্গিক রূপের ছোঁয়ায়।