জমি নষ্ট আইলে আর ঘি নষ্ট আঙ্গুলে
মূলা নষ্ট শালে আর কদু নষ্ট চালে।
অর্থ লিপ্সায় ব্যক্তিত্ব হ্রাস
লোভ-লালসায় সতীত্ব নাশ
দায়িত্বহীনতায় পিতৃত্ব
দ্বিচারিতায় মাতৃত্ব
সম্পত্তির লোভে ভ্রাতৃত্ব
অনৈতিক কর্মকান্ডে কর্তৃত্ব
অসত্য কিংবা অতিকথনে কৃতিত্ব
স্বেচ্ছাচারিতায় নেতৃত্ব
অতি নতজানুতে অস্তিত্ব।