জিজ্ঞাসিবে জনে জনে
সিদ্ধান্ত নিবে নিজ গুণে।
ধনীদের অসুস্থ হওয়া --
সিঙ্গাপুরের দাওয়া
আর জনগণের দোয়া,
গরীবের জন্য ---
হাতুড়ে ডাক্তার , তাবিজ কবজ
আর সৃষ্টিকর্তার দয়া।
চাকুরীতে স্বাধীনতা বিসর্জন
তবে লোকসানের কোনো আশঙ্কা নাই
ব্যবসায়ে স্বাধীনতা আছে বটে
লোকসানের সম্ভাবনা সর্বদাই
তাই ঝুঁকি ছাড়া গোলামিতে
আগ্রহান্বিত অনেকেই।
পরিস্থিতি - পরিবেশ - পারিপার্শ্বিকতা,
আবর্তিত - পরিবর্তিত - প্রভাবিত
স্বকীয়তা ও মানসিকতা।
শিক্ষা দীক্ষা মূখ্য --
উজ্জীবিত ও সমুন্নত রাখতে
বিবেক - মূল্যবোধ - মানবতা।