হৃদয়-ঘনিষ্ট কত যে কষ্ট
কতো যে যাতনা,
ঝরিছে নিঃশব্দ-কান্না
যেমতে বহমান ঝর্ণা
কিংবা প্লাবিত বন্যা।
ক্রমান্বয়ে স্তব্ধপ্রায়
হৃদয়ের ঝংকৃত বীণা
ম্রিয়মাণ হচ্ছে আজ
সুললিত সুরের মূর্ছনা
স্তিমিত বা স্থবির প্রায়
পুঞ্জীভূত অতৃপ্ত বাসনা
মন্থর গতিতে থমকে যাচ্ছে
স্বপ্নের যতো জাল বোনা।
জীবনের সব নিপীড়ন
কভু প্রকাশিত হয়না
কতো লাঞ্ছনা - গঞ্জনা
থেকে যায় অজানা
নীরবে সইতে হয় নিদারুণ বেদনা।
_________
সহযোগিতা-সহমর্মিতা-সমঝোতা,
এই তিনে পারিবারিক সার্থকতা।
লজ্জা--মান--ভয়
যদি সামঞ্জস্যপূর্ণ হয়
সফল জীবন সুনিশ্চয়।