দ্রুত লয়ে গ্রাসিছে বার্ধক্য
পক্ক-কেশ শুভ্র-শ্মশ্রুর আধিক্য
কুঞ্চিত ত্বক পরিস্ফুট
সুঠাম দেহে বলিরেখা স্পষ্ট
ক্রমান্বয়ে পেশীশক্তি হ্রাস
গিঁটে গিঁটে ব্যথার আভাস
উবিছে মানসিক দৃঢ়তা
চিন্তা-চেতনার সক্ষমতা
জরা-ব্যাধিতে আক্রান্ত দৌর্বল্য
স্থবিরতায় নিঃশব্দ জীবনের মূল্য
এভাবেই একদিন
স্তব্ধ হবে সব হাসি-গান
ধরাধামে জীবনাবসান।