নূন্যতম চাওয়া যদি হয় পাওয়া
তবু তৃপ্ত হয়না মন
উত্তরোত্তর চাহিদা বৃদ্ধি পায় সদা
সারাটা জীবন
অনায়াসে বিনা ক্লেশে
হয় যদি বিপুল উপার্জন
প্রাপ্তির আধিক্য হেতু
অতীত বিস্মরণ
অনৈতিক কাজে লিপ্ত হয়ে
মনুষ্যত্ব বিসর্জন
পরিণামে বিপর্যয় নামে
বিধির বিধান।