রৌদ্রোজ্জ্বল প্রখর তাপে
সুশীতল বৃষ্টি চাই
বৃষ্টি ভেজা রাতে নিভৃতে
একান্তে কাছে যেন পাই
অবিরাম বৃষ্টির মাঝে
রোদেলা দুপুর চাই
পাশাপাশি হাত ধরে
কোথাও হারিয়ে যাই।
তনুমনে শিহরণ জাগাতে
ঝরনার স্বচ্ছ পানিতে
ইচ্ছে হয় ভিজিতে।
নদী কিংবা বিলের জলে
খোপা খুলে এলোচুলে
সাঁতার কেটে উঠি কূলে।
গ্রীষ্মের দাবদাহে শীতের আবহে
ক্লান্তিহীন জীবন চাই
প্রচণ্ড শীতকালে হিমহিম শীতলে
উষ্ণতা যেন সদা পাই।