যার নুন খায়, তার গুণ গায়
উচিত - অনুচিত মূখ্য নয়
আবেগের কাছে বিবেক
পরাভূত হয়।
বৈপরীত্যে অকৃতজ্ঞ নির্ণয়
ইতিহাসে পাওয়া যায়
নিমকহারাম এর পরিচয়
প্রবল পরাক্রমশালীরাও
অবলীলাক্রমে ধরাশায়ী হয়।
আরো নুন প্রাপ্তির প্রত্যাশায়
প্রতিনিয়ত লিপ্ত থাকে
অতি প্রশংসায়
চাটুকার ও মোসাহেব হিসাবে
পরিচিতি পায়।
পালে হাওয়া হালে পানি
গতিশীল নৌকাখানি
অনুকূল পরিস্থিতি
স্তব-স্তুতির পূর্ণ গতি
নতজানু শ্রদ্ধা ভক্তি
অনুগত পেশী শক্তি।
নিকষ কালো, তাদেরই লাগে ভালো
যারা পায় অনৈতিক আলো
আলো যদি আড়ালে যায়
নিন্দা করতে লিপ্ত হয়
অতীতের সব প্রাপ্তি
নিমেষেই ভুলে যায়।