তাস দাবা পাশা
এই তিন বদ নেশা
বিশেষতঃ জুয়োর নেশা
সর্বদাই সর্বনাশা
দুর্গতি বাঁধে বাসা
বিরাজিত হতাশা
সংসারে অমানিশা
অনেক ক্ষেত্রেই দুর্দশা
দাম্পত্য জীবনে তমসা
তিরোহিত ভরসা
জলাঞ্জলি প্রত্যাশা।
-------------
মাদক দ্রব্যের কারসাজি
ক্যাসিনো অথবা খেলায় বাজি
লাজ মান সব ত্যাজি
কদর্য পথ নেয় খুঁজি
অধঃপতন সোজাসুজি।