সুযোগসন্ধানী আর সুবিধাবাদী
বন্ধুত্বের আড়ালে
চেটেপুটে চুষে খায়
একটু সুযোগ পেলে
মওকা বুঝে হরহামেশা
খায় আস্ত গিলে
ভুক্তভোগী কেউ কেউ
প্রতিবাদী হলে
ভয় দেখিয়ে হুমকি দেয়
এই কথাটি বলে
কোনো প্রকার মামলা ছাড়াই
পাঠিয়ে দেবো জেলে
কতো মুখোশ পরা বর্ণচোরা
অভিনয়ের ছলে
চাটুকারিতায় দক্ষ তারা
মাছ ভাজে মাছের তেলে
ধান্দাবাজিতে সিদ্ধহস্ত
চামচারা সব মিলে
আখের গোছাতে ব্যস্ত থাকে
নিত্যনুতন কৌশলে।