নিত্যানন্দ সেন --
দুঃখ-কষ্টে কাটে দিন
ধর্মহীন নাস্তিক --
কৃষ্ণহরি ভৌমিক
দৃষ্টিক্ষীণ নজর আলী
কানেকালা সোনাইঢালী
প্রতিদিনই খায় গালি --
নাম তার ইজ্জত আলী
কালো বরণ গাত্র --
সে গৌরী তলাপাত্র
চেহারা অতি কদর্য --
সুদর্শন ভট্টাচার্য
চরিত্রহীনা অতি -- সুচরিতা মুখার্জি
সর্বজন নিন্দিতা -- নন্দিতা ব্যানার্জি
করে গরীবের শোষণ --
দ্বীনবন্ধু মহাজন
পেশায় কৃষক ---
ঋষিরাজ বণিক
ধনঞ্জয় পোদ্দার ---
টাকা কড়ি নাই তার
বকলম অশিক্ষিত যে --
বিদ্যাচরণ পণ্ডিত সে
বুদ্ধির ঢেঁকি --- বুদ্ধিশ্বর চাকী
রমজান আলী -- রোজায় ফাঁকি
ঈমান আলীর বিশ্বাস মেকি
আদরী নামের পুত্রবধূ --
বকা খায় শুধু শুধু
মমতা চক্রবর্তী --
সবক্ষেত্রেই কঠোর অতি
গুলশানে আলীশান বাড়ি
টাকা তার কাঁড়িকাঁড়ি
তবু নাম তার ফকির আলী ব্যাপারী।
এমনতরো শতশত --
আছে যত, লিখব কত
তাই এই পর্যন্ত, দিলাম ক্ষান্ত।
লিখলাম রসময় ছড়া, সবটাই কল্পনায় গড়া
ছন্দময় করতে,এভাবেই হলো লিখতে
সময় কাটানোর উপায় এতে,
দেখবেন সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে।