জাগতিক নিয়মে বর্ষ পরিক্রমায়
নববর্ষের সূচনালগ্নে আশাবাদী মন
ব্যর্থতা আর বেদনার ইতিবৃত্ত হবে অবসান
পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে
সততা আর স্বচ্ছতা আনয়ন
হতাশা উৎকণ্ঠা দূরীভূত হবে
হবে সৌহার্দ্য সম্প্রীতি স্থাপন
নবদিগন্তে উদিত সুর্য
নতুনভাবে রাঙাবে উদ্দীপ্ত জীবন
মানবতার জয় হবে
গাইবো শুধু জীবনের জয়গান।