অনৈতিক পন্থায় উপার্জন
সঙ্কটাপন্ন উদ্বেগপূর্ণ
বিপর্যস্ত জীবন যাপন।
ছলে-বলে কূট-কৌশলে
হীনস্বার্থ চরিতার্থ নয় সমীচীন
অর্থলিপ্সা লোভ-লালসা
লোকসমাজে অর্থহীন।
আত্মসুখ বিসর্জন
নিরুদ্বেগ সর্বক্ষণ
পরার্থে সমর্পিত নিবেদিত প্রাণ
আত্মিক পরিতৃপ্তি মানসিক প্রশান্তি
শ্রদ্ধাভরে স্মরিবে সর্বজন।