বিপন্ন মানবতা রোধে
উচ্চকিত কণ্ঠের নির্লিপ্ততা
নারীকূলের সম্ভ্রমহানির
আর্তনাদের শব্দ কর্ণকুহরে প্রবেশে
ভয়ার্ত প্রতিবন্ধকতা,
প্রতিবাদে প্রতিরোধে নিরবতা
পরিণত নিষ্প্রাণ কঠিন প্রস্তর।
লাম্পট্য পরিগমসহ
অনৈতিক কর্মকান্ড দুর্বিষহ,
প্রতিকারের সদিচ্ছা পোষণে
বিদ্রোহী মনোভাব
ক্রমান্বয়ে বিকলাঙ্গ রূপপরিগ্রহ।
ভয়ানক পরিণতির হাতছানি
ভবিষ্যত প্রজন্মের জন্য
বিভীষিকা জানি
ইতিহাস কভু ক্ষমা করবেনা গ্লানি
তবু কেন নির্লিপ্ততা
তুচ্ছ-তাচ্ছিল্য আর উদাসীনতা।