১
মৃত ব্যক্তি ধিকৃত হলেও
দোষ-ত্রুটি গোপন রেখে
গুণকীর্তন করা উচিত
শিক্ষিত-অশিক্ষিত জ্ঞানীগুণী
অনেকেরই অভিমত
মুরুব্বীদের কাছে এসব কথা শুনেছি
অনেক সময়েই কিছু তার মেনেছি।
সে হিসেবে তাই --- অনেক সময়
মনে প্রশ্নের উদয় হয়
তৈমুর লং-হালাকু খান-চেঙ্গিস খান
হিটলার আর মীর জাফর
এরা তো আর জীবিত নয়
তাহলে কী তাদের কৃতকর্মের দায়
কভু মার্জনীয় হয়।
২
ধৃত অপরাধী --
অভিযুক্ত কিংবা প্রমাণিত অথবা স্বীকৃত
বিচারাধীন থাকাকালীন
আসামী বলা নাকি নয় সমীচীন।
'মহাশয় বা সাহেব-জনাব' সম্বোধনে
সম্মান প্রদর্শন
আছে কি এর কোনো প্রয়োজন।
৩
কতো স্বনামধন্য গণ্যমান্য বরেণ্য
সময়ের ব্যবধানে কেউ
নগণ্য জঘন্য ঘৃণ্য হিসেবে গণ্য।
আবার অনেকেই --
শুধুমাত্র অর্থ-বিত্তের জন্য
হতে পারে এতোটাই বন্য
জীবন নিয়ে বেসাতি তাদের
আইন করে অমান্য
পণ্য হিসেবে মানুষ বেচাকেনা
মহাঅন্যায় করেও ধন্য।