মর্তের ইষ্ট
স্তব-স্তুতিতে তুষ্ট
অপ্রিয় সত্যে রুষ্ট
অভীষ্ট লক্ষ্য জগতের কেষ্ট।
কোন্টা ভুল কোন্টা বস্তুনিষ্ঠ
প্রহেলিকা সম কেনযে অস্পষ্ট
সুস্পষ্ট ব্যাখ্যা পেতে সর্বদা সচেষ্ট
অনুধাবনের ব্যর্থতায়
অন্তরে সীমাহীন কষ্ট।
যেমতে রমণীকূলের
অন্যতম বিশেষ বৈশিষ্ট্য
কেযে জ্যেষ্ঠ কেযে কনিষ্ঠ
কন্যা-জায়া-জননী
পোশাকে নয় তা স্পষ্ট।
সবাইতো মহান স্রষ্টার সৃষ্ট
প্রতীয়মান হয়
একটা শ্রেণী সৃষ্টির উচ্ছিষ্ট।