বেড়ায় যখন খায় ক্ষেত
সর্ষেয় যদি থাকে ভূত
উচিতের উ কেটে হয় তখন চিত।
কতো রকম চলছে জুয়া
চালায় যারা দুধে ধোয়া
অন্য সবাই বাইছে খেয়া
চালক ছাড়া আর কারোই
হয়না তেমন জিত।
নানা মুনির নানা মত
এদের কিন্তু শক্ত ভিত
তবে আমার এই অভিমত
অনৈতিক সব হোক নিপাত।