আইন প্রণয়ন হয় মানুষের জন্য
খড়্গ হিসেবে তা না হয় যেন গণ্য।
প্রবর্তিত আইন
সঠিক প্রয়োগ ভিন্ন
মানবতা বিপন্ন
দেশ সংকটাপন্ন
আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে
বরং করে থাকে অমান্য।
যুগোপযোগী আইন প্রবর্তন
সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন
তবেই প্রণেতারা বরেণ্য
দেশ-জাতি ধন্য।
অনেক সময় ভুলত্রুটি অন্যায়
ক্ষমার অযোগ্য হয়
দেশ ও দশের উন্নয়নের অন্তরায়
সুশাসন প্রতিষ্ঠা করা দুঃসাধ্য হয়
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব
আর নিদারুণ বিপর্যয়
সামাল দেয়ার আর থাকে না উপায়।