অনৈতিক কর্মকান্ডে যে
সদা থাকে লিপ্ত
কিংবা অবৈধ কাজের প্রতি
নিদারুণ আসক্ত
সেই জন অপরাধী বিবর্জিত মনুষ্যত্ব।
সে কোন্ ধর্মে বিশ্বাসী
অথবা নাস্তিক মনেপ্রাণে
বিচার্য নয় তা সংগত কারণে
তাছাড়া মানবতা প্রাধান্য দেয়
ধর্মীয় বিধানে।