করোনার কারণে লকডাউন
স্রষ্টাকে অধিক স্মরণ
নানাবিধ জ্ঞানার্জন
সময়ের মূল্যের দরপতন
জীবনের ছন্দপতন
অভূতপূর্ব চালচলন
মানসিকতার পরিবর্তন
মহত্ত্বতা প্রদর্শন
চিন্তা-চেতনার বিবর্তন
কিছু সাধ-আহ্লাদ বিসর্জন
পানাহার পরিমার্জন
সুখনিদ্রা পরিবর্ধন
বদঅভ্যাস বর্জন
চলাফেরা নিয়ন্ত্রণ
কার্যক্রম পরিশোধন
বুদ্ধি বিবেক সচেতন
উচ্ছ্বাস- আবেগ অবদমন
নিত্যনুতন পন্থা অবলম্বন
মানবতার নিদর্শন
নিজেকে প্রকৃত মূল্যায়ন
ত্রুটি -বিচ্যুতি সংশোধন
খোলস-মুখোশ উন্মোচন
অভিনব আচরণ
পরিবারের প্রতি আকর্ষণ
ভালোবাসা মূল্যায়ন
আরো কতো বিবরণ
নিষ্প্রয়োজন বর্ণন।