অভিনব কিছু পড়লে চোখে
আগ্রহ ভরে তাই দেখে
নতুন করে কিছু শিখে
সবকূল বজায় রেখে
মাঝে মাঝে কিছু লিখে
ফেসবুকে দিতে চাই।
স্বভাব কবি আমি নই
জ্ঞানের বহর কম তাই
মাঝে মাঝে হারাই খেই।
নানারকম ভাবনা শেষে
লেখার যখন মুড আসে
লিখতে তখন যাই বসে
প্রায়শঃই অযাচিত কেউ এসে
বিঘ্ন ঘটায় পরিবেশে
আমার সব সাধ্য নাশে
উটকো ঝামেলা চেপে বসে।
জানি আমি মাঝে মধ্যে
বেসুরো গান গাই
তবু আমি আপন মনে
লিখে যেতে চাই
আমার লেখায় কষ্ট পেলে
ক্ষমা যেন পাই।