টিপ নিয়ে টিপাটিপি
বর্ষণমুখর নয় টিপ টিপ বৃষ্টি
ঝঞ্ঝা বিক্ষুব্ধ নয় তবু অনাসৃষ্টি
বাহারী রংয়ে ললাটের টিপ
বাঙ্গালীর কৃষ্টি
সৌন্দর্য বর্ধনে আকৃষ্ট অপলক দৃষ্টি
বাধ্যবাধকতা নাই
শুধু ব্যক্তিগত তুষ্টি
অনেকের রুচিতে যেটা বাহুল্য ফষ্টি।