কৈশোরে যৌবনের
হাতছানির মাহেন্দ্রক্ষণ
যৌনতার পূর্ণতা প্রাপ্তির অভিমুখে আগুয়ান
নারীসঙ্গ পেতে আগ্রহান্বিত
কল্পনাবিলাসী মন।
এক অপরূপা যৌবনোচ্ছ্বল
কামনায় উদ্দীপ্ত ললনার আহ্বান
উপেক্ষা না করে যখন
নিতান্তই অভিজ্ঞতা বিহীন
জীবনের প্রথম নগ্ন আলিঙ্গন
উত্তেজিত উত্থিত শিশ্ন
যৌনাঙ্গে প্রবিষ্ট করা মাত্র
তাৎক্ষণিক বীর্যস্খলন
নিদারুণ লজ্জায় আড়ষ্ট তখন
নেতিয়ে পড়া লিঙ্গ তবু কিছুক্ষণ
যৌনতৃপ্তি দিতে যোনিপথে করি সঞ্চালন।
আশ্বস্ত করতে অভিজ্ঞ নারী
মোরে এই কথা বলে
প্রথম ইনিংসের খেলা নাকি
সচরাচর এভাবেই চলে।
অনাবৃত উন্মুক্ত লিঙ্গমুন্ড
পরিধেয় বস্ত্র সনে
স্পর্শকাতরতা লোপ পাবে ঘর্ষণে ঘর্ষণে।
ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে সম্ভোগের মেয়াদ
দূরীভূত হবে তবে ব্যর্থতার খেদ।