উচ্চ বিদ্যালয়ে সবে অধ্যয়নরত
বন্ধু বান্ধব হয়ে পরিবেষ্টিত
সিনেমা হলে বসে
ছায়াছবি দেখার ইচ্ছে হলো জাগ্রত।
নদীর জলে অবগাহনরত
নায়িকা ব্লাউজ খুলে বক্ষ অনাবৃত
যবে করতে উদ্যত
ঠিক সেই মুহূর্তে স্রোতে ভাসা কচুরিপানা
আড়াল করায় হয়েছি আশাহত
কচুরিপানা ভেসে সরে যাবে --
তাই পর পর দুটো শো
একই ছায়াছবি দেখেছি সেদিন
উন্মুক্ত বক্ষসম্পদ দেখবো ভেবে।