সুবিন্যস্ত শৃঙ্খলিত ছন্দোবদ্ধ
                 নীরব মহাশব্দ
হৃদয়ের সুললিত সুরভিত আকুলতা
           চমকিত উচ্চকিত বিহ্বলতা
প্রেম বিরহের কাব্যিক ছন্দে
                   অন্তরের ব্যাকুলতা
ললনার ছলনা
         উর্বশীর রূপের বর্ণনা
ব্যর্থতা-সফলতার বিচিত্র অভিজ্ঞতা
              শুভ অশুভ নানা বারতা
দুঃখ কষ্ট হাসি ব্যথা
    অমিয়বানী-অমরগাঁথা
                 জীবনচরিত মহত্ত্বতা।
উপদেশ -পরামর্শের
          নিপুণ বর্ণনার ছটা
জীবনঘনিষ্ট ঘটনার ঘনঘটা
    কভু সৌদামিনীর মোহময় স্নিগ্ধতা
          কখনো খরতাপে দগ্ধ সবিতা
পরিশীলিত অবয়বে অনাবিল মুগ্ধতা।