ভালোবাসি --
রুই-কাতলার মুড়ো আর
ইলিশ-চিতলের পেটি
চিংড়ি মাছের মালাইকারি আর
মচমচে ভাজা পুঁটি
ভালোবাসি --
কচি পাঁঠা বুড়ো মেষ
দধির অগ্র ঘোলের শেষ
ভুনা মাংস সাথে আটার রুটি
ভালোবাসি --
মুড়িঘন্ট, কুমড়োর বড়ি
মশলা-মাখানো গরম মুড়ি
ঘিয়ে-ভাজা চিড়ে সাথে মটরশুঁটি
ভালোবাসি --
তিলের নাড়ু, তালের শাঁস
পিঠে-পুলি , লুচি-পায়েস
ঘন দুধে পাউরুটি
ভালোবাসি --
ভালো পাকা আম দেখে
যবের ছাতু দুধে মেখে
সাথে যেকোনো মিষ্টি।