বাচ্চা মেয়ের পুতুল খেলা
শিশুমনে রঙিন দোলা
মিছেমিছি রান্না-বাড়া
বর-কনের লীলা
পুতুল গুলো মানুষ রূপে
নানা ছলাকলা
ক্রমান্বয়ে শুরু হয়
দিন বদলের পালা
দ্রুত লয়ে পরিশেষে
পূর্ণ ষোলো কলা।
বড়ো হয়ে বিয়ে হলে
ভিন্ন ভাবে খেলা খেলে
বরকে সে পুতুল রূপে
ভিন্ন ভিন্ন কৌশলে
বোকা ভেড়া বানিয়ে ফেলে
নানা রকম ছলে
বর্বর স্বামী নিরুপায়
আপোষ করেই চলে
সংসারে শান্তি পালায় নইলে
উদ্যোগ যাবে বিফলে।
.