ভালো লাগে --
বাতায়নে গ্রীবা বাঁকিয়ে আড়নয়নে তাকানো
সুন্দরী ললনার মুখচ্ছবি।

ভালো লাগে --
ছাদে দণ্ডায়মান পড়ন্ত বিকেলে
সূর্যালোকে উদ্ভাসিত এলোকেশীর উদাস দৃষ্টি।

ভালো লাগে --
পুকুর ঘাটে অন্তর্বাস বিহীন সিক্ত বস্ত্রাবৃত
           সদ্যস্নাত রমণীর দৃশ্যমান দেহবল্লরী।

ভালো লাগে --
জলকেলিতে লিপ্ত
    লাস্যময়ী সদাহাস্য কিশোরীর উদ্বাহু নৃত্য।

ভালো লাগে --
সদ্যযৌবনপ্রাপ্ত স্বল্পবসনা
           সুঠামদেহী ললনার দৈহিক কসরত।

ভালো লাগে --
সমুদ্র সৈকতে বিকিনি পরিহিতা বিদেশিনী।

সবরকম ভালোলাগার স্থায়িত্ব
              নিতান্তই ক্ষণস্থায়ী বা সীমিত।