রসনা বিলাসে সাধ জাগে যবে
উপাদেয় খাদ্যে
সমন্বয়হীনতা প্রকট হয় সাধ ও সাধ্যে।
আহারে রুচি ও তৃপ্তি থাকে
ভূঁড়িভোজেও না পড়ে বিপাকে
দৈহিক সক্ষমতা যথার্থই
তথাপি থাকেনা ক্রয়ক্ষমতার মধ্যে।
আর্থিক স্বচ্ছলতা যবে অর্জিত হয়
অনায়াসলব্ধ হলেও তা ক্রয় করা দায়
লোলুপ রসনা মেটাতে হলে
পরিপাকতন্ত্র থাকতে হবে অনুকূলে
নইলে আকাঙ্ক্ষা বিফলে
সেমতে পকেট ও পেট মেতে ওঠে দ্বন্দ্বে।
মনে খেদ ভূঁড়ি মেদে
সতর্কতা সব খাদ্যে
সহজপাচ্য হয় বিবেচ্য
শরীর হয় মূখ্য আলোচ্য
তবে অন্যতম অন্তরায়
প্রায় খাদ্যই বিষময়
ভেজাল বিহীন খাদ্য পাওয়া
দেশে এখন বিষম দায়।