বেজার মুখে বাজার করি
হাজার রকম সমস্যা
ঘুরে ফিরে দরাদরি
পাইনা তবু হিস্সা
ক্রয়কৃত পণ্য দেখে
গিন্নির মুখে গোস্সা।
দুচারটে তরমুজ হাতে ধরে
জোরেসোরে চাঁটি মেরে
আস্তে পারিনা পিছিয়ে
একটা দেবে গছিয়ে।
ইলিশের দুপাশে দুআঙ্গুলে টিপে
ওজন কভু না মেপে
এটাই নাকি সেরা মাছ
বলবে চুপে চুপে।
রুই কাতলার ফুলকা দেখায়
বাসি মাংসে রক্ত মাখায়
কতভাবে ক্রেতা ঠকায়।
আম কিনি নাকে শুঁকে
সেই সাথে রঙ দেখে
তবু আমি যাই ঠকে।
থলি নিয়ে গলিপথে
বাজারে যাই পায়ে হেঁটে
কেনাকাটা বাজার ঘেঁটে
কুলায় না পকেটে
নিত্য ব্যর্থ বাজেটে।