বোকার ফসল পোকায় খায়
বেশি চতুর ফতুর হয়
চালাকে খায় কাঁঠাল
বর্বরের মুখে আঠা
বোকা বামন কুকুর ভেবে
ছেড়ে দিল পাঁঠা
কাকের বাসায় কোকিল ছানা
বড় হয়ে মেলে ডানা।
মাছি মারা অনেক কেরাণী
কৌশলে হয় টাকার কুমির
সুরম্য প্রাসাদে বাস তাদের
নেই তো আর জীর্ণ কুটির।
আমজনতার হতাশা
দেখে তাদের দুর্দশা
বিত্তবানের তামাশা।
নিজের ঢোল নিজেই পেটাও
নইলে ফাটার ঝামেলা
প্রচারে প্রসার তাই বিজ্ঞাপনের খেলা
সুযোগ পেলে গোছাও আখের এই বেলা
নইলে হবে পস্তাতে
অশান্তি আর ভোগান্তিতে
থাকবেনা সুখ বাড়বে জ্বালা
জীবন যাপনে ঝক্কিঝামেলা।